অগ্নিবীনার ব্যানারে জি-সিরিজের ইউটিউব চ্যানেল থেকে ‘লেভেলে নাই’ নামের একটি বাংলা র্যাপ গান প্রকাশ করা হয় গত ৫ জুন। গানটির দৃশ্যায়ন এবং কথা খুবই অশ্লীল। অশ্লীলতার সাথেও কথার ভেতর রয়েছে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য নিয়ে দাম্ভিকতা।
দেখানো হয়েছে নারী দেহের ওপর মাদক রেখে তা সেবনের দৃশ্য। অশ্লীল ইঙ্গিতপূর্ণ দৃশ্য রয়েছে পুরো মিউজিক ভিডিওতেই।
বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/entertainment/news/505763